বিজেপি নেত্রী দীপিকা পটেল। ছবি: সংগৃহীত।
গুজরাতে এক বিজেপি নেত্রীর মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। সুরাতে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দীপিকা পটেল (৩৪)।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ঘরের ভিতর থেকে দীপিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী এক আধিকারিক। কিন্তু কেন ওই নেত্রী আত্মঘাতী হলেন তা এখনও স্পষ্ট নয়। তবে আত্মঘাতী না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দীপিকা সুরাতের ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা শাখার সভাপতি ছিলেন। মৃত্যুর আগে দলেরই এক মেয়র পারিষদ চিরাগ সোলাঙ্কিকে ফোন করেছিলেন দীপিকা। তাঁকে জানিয়েছিলেন অবসাদে ভুগছেন। নিজেকে শেষ করে দিতে চাইছেন। সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন সোলাঙ্কি। নিজে হাজির হন দীপিকার বাড়িতে। বার বার ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে দরজা ভাঙেন দীপিকার পরিবারের সদস্যেরা। সোলাঙ্কিও সেখানে ছিলেন।
তাঁর দাবি, দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখেন সিলিং ফ্যান থেকে দীপিকার দেহ ঝুলছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বিজেপি নেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। দীপিকার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। দীপিকার সন্তান এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তাঁরা দীপিকার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ করেননি বলেই জানিয়েছেন। সোলাঙ্কিকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।