Unnao Rape Case

উন্নাওকাণ্ড: কুলদীপের আবেদনের শুনানি দিল্লি হাই কোর্টে, স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইল আদালত

উন্নাও গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে কুলদীপকে ১০ বছরের কারাদণ্ড সাজা দিয়েছিল দিল্লির একটি আদালত। একই মামলায় কুলদীপের ভাই অতুল-সহ মোট সাত জনকে দোষী সাব্যস্ত করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪
Share:

উন্নাওকাণ্ডে অভিযু্ক্ত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গার। — ফাইল চিত্র।

উন্নাও গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত উত্তরপ্রদেশের বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশের আবেদনের মামলায় সিবিআইয়ের বক্তব্য জানাতে বলল দিল্লি হাই কোর্ট। পুলিশ হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় যাবজ্জীবনের পাশাপাশি অতিরিক্ত দশ বছরের কারাদণ্ড সাজা দেওয়া হয় কুলদীপকে। অসুস্থতার কারণ দেখিয়ে ওই সাজায় ছাড় চেয়েছিলেন তিনি। এ বার সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী দলের বক্তব্য জানতে চাইল উচ্চ আদালত। পাশাপাশি, জেল কর্তৃপক্ষের কাছে কুলদীপের স্বাস্থ্য রিপোর্টও চেয়েছে হাই কোর্ট।

Advertisement

সম্প্রতি স্বাস্থ্যের অবনতির কথা বলে কারাদণ্ডের রায়ে স্থগিতাদেশ চেয়েছেন কুলদীপ। মঙ্গলবার কুলদীপের আইনজীবী দাবি করেন, দীর্ঘ সাত বছর ধরে কারাবন্দি তাঁর মক্কেল। এই সময়ের মধ্যে তাঁর স্বাস্থ্যও ভেঙেছে। অথচ দীর্ঘ সময় ধরে উচ্চ আদালতে কুলদীপের আবেদনের মামলায় শুনানি হয়নি। এর পরেই জেল কর্তৃপক্ষের থেকে কুলদীপের স্বাস্থ্য রিপোর্ট চেয়েছেন বিচারপতি। আগামী বছরের জানুয়ারি মাসে ওই মামলায় পরবর্তী শুনানি রয়েছে।

উন্নাও গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে কুলদীপকে ২০২১ সালেই ১০ বছরের কারাদণ্ড শুনিয়েছিল দিল্লির একটি আদালত। একই মামলায় কুলদীপের ভাই অতুল-সহ সাত জনকে অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক কার্যকলাপ এবং ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পাশাপাশি, দুই ভাইকে নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। এ ছাড়া, সেঙ্গারের সঙ্গে ষড়যন্ত্রে শামিল থাকায়, নির্যাতিতার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করায় এবং পুলিশি হেফাজতে তাঁর উপর অত্যাচার চালানোর ঘটনায় অশোক সিংহ ভাদোরিয়া এবং কেপি সিংহ নামের দুই পুলিশকর্মীকেও ১০ বছরের সাজা শোনানো হয়। এর পরেই ট্রায়াল কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন কুলদীপ। উল্লেখ্য, এর আগে নির্যাতিতাকে ধর্ষণের দায়ে কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির আর এক আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement