Crime

কন্যাকে হেনস্থা করায় প্রেমিককে শ্বাসরোধ করে খুনের পর দেহ ছুড়ে ফেললেন মহিলা

ঘটনাটি উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার। খুনের অভিযোগে মহিলা এবং তাঁর কন্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৯:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

কন্যাকে হেনস্থা করায় প্রেমিককে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলা এবং তাঁর ১৯ বছরের কন্যাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত প্রৌঢ়ের নাম মদন লাল (৫০)। গীতা নামে এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক বছর ধরে তাঁরা একসঙ্গে থাকছিলেন। গীতার কন্যা রোশনিকে হেনস্থা করার অভিযোগ উঠেছে মদনের বিরুদ্ধে। মদ্যপান করে রোশনিকে হেনস্থা করেন বলে মদনের বিরুদ্ধে অভিযোগ। এই নিয়ে গীতার সঙ্গে মদনের ঝামেলা বেধেছিল।

গত ২০ অগস্ট মদনকে বাড়িতে ডেকে পাঠান গীতা এবং রোশনি। অভিযাগ, তার পর মদনকে লাঠি দিয়ে মারধর করেন তাঁরা। শেষে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পর দেহ বেডশিটে বেঁধে বাড়ির বাইরে ছুড়ে ফেলে দেন অভিযুক্তরা। সোমবার মদনের দেহ উদ্ধার করা হয়। তদন্তে নেমে গীতা এবং তাঁর কন্যাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় খুনের কথা ধৃতেরা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement