Chandrayaan-3

চাঁদের মাটি ছোঁয়ার সময় জন্ম, সন্তানের নাম রাখা হবে ‘চন্দ্রযান’

ভারতের মহাকাশযানের নামে সদ্যোজাতের নামকরণ করার সিদ্ধান্ত নিলেন ওড়িশার কয়েক জন দম্পতি। বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর অবতরণের সময় জন্ম হয় শিশুগুলির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভুবনেশ্বর শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৫:২৩
Share:

—প্রতীকী চিত্র।

চন্দ্রযান ৩-এর সাফল্যে উচ্ছ্বসিত দেশ। এ বার ভারতের মহাকাশযানের নামে সদ্যোজাতের নামকরণ করার সিদ্ধান্ত নিলেন ওড়িশার কয়েক জন দম্পতি। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট। ঘড়ির কাঁটা মিলিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩। এ বিষয়ে প্রথম দেশ হিসাবে নজির গড়েছে ভারত। সেই মাহেন্দ্রক্ষণেই ওড়িশার কেন্দ্রাপড়া জেলায় জন্ম নিয়েছে কয়েক জন শিশু। দেশের চন্দ্রাভিযানের সাফল্যর জন্য নিজেদের সন্তানদের নাম ‘চন্দ্রযান’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই দম্পতিরা।

Advertisement

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রমে’র অবতরণের সময় অন্তত চার শিশুর জন্ম হয়েছে কেন্দ্রাপড়া জেলা হাসপাতালে। তাদের মধ্যে এক জন কন্যাসন্তান। চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তে সন্তানের জন্ম দিতে পেরে গর্বিত মায়েরা। এক সদ্যোজাতের বাবা প্রভাত মল্লিক বলেছেন, ‘‘এটা উপরি পাওনা। চন্দ্রযান ৩-এর অবতরণের কয়েক মিনিট পর আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। ঠিক করেছি চন্দ্রযানের নামে আমাদের সন্তানের নাম রাখব।’’ শিশুর জন্মের ২১ দিনের মাথায় বিশেষ পুজোর মাধ্যমে নামকরণ করা হয়। এমনটাই রীতি রয়েছে ওই এলাকায়। প্রভাতের স্ত্রী রানু পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২১ দিন পরই নামকরণ করা হবে তাঁর শিশুর। রানুর কথায়, ‘‘চন্দ্রযান নামটা বেশ। ২১ দিনের মাথায় পুজোর পর নামকরণ করব।’’

বুধবার সন্ধ্যায় মা হয়েছেন দুর্গা মণ্ডল এবং জ্যোৎস্নারানি, বেবিনা শেঠি নামে তিন মহিলাও। দুর্গা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বাকিদের পুত্রসন্তান হয়েছে। তাঁরাও নিজেদের সন্তানের নাম চন্দ্রযান রাখার কথা ভেবেছেন। কেন্দ্রাপড়া সরকারি হাসপাতালের প্রধান নার্স অঞ্জনা সাহু বলেছেন, ‘‘সব নতুন মা তাঁদের সন্তানের নাম চন্দ্রযান রাখতে চাইছেন। ওঁরা সকলেই উচ্ছ্বসিত।’’ অতীতে ঘূর্ণিঝড়ের নামে সন্তানের নামকরণ করার ঘটনা প্রকাশ্যে এসেছিল। এ বার সেই তালিকায় জুড়ল চন্দ্রযানের নাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement