Crime

হোটেলের ঘরে তরুণীকে কুপিয়ে খুন! অভিযুক্ত সমাজমাধ্যমের বন্ধু

ঘটনাটি কেরলের কোচির। সমাজমাধ্যমের বন্ধুর সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলেন তরুণী। সেখানে তাঁদের মধ্যে বচসা বাধে। তার জেরেই খুন বলে অনুমান পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১১:২৬
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমের বন্ধুর হাতে খুন হলেন তরুণী! এই অভিযোগ উঠেছে কেরলের কোচিতে। বন্ধুর সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তাঁদের মধ্যে বচসা বাধে। তার জেরেই হোটেলের ঘরে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে ওই যুবক কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

অভিযুক্ত যুবক নওশাদকে এরনাকুলাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক কোচির একটি হোটেলে কেয়ারটেকার হিসাবে কাজ করেন। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে ওই যুবকের আলাপ হয়েছিল রেশমা নামে এক তরুণীর।

বুধবার রাত সাড়ে ১০টায় খুনের ঘটনা ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, নওশাদের সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলেন রেশমা। সেখানে তাঁদের মধ্যে বচসা বাধে। তার পরেই রেশমাকে খুন করেন বলে অভিযোগ উঠেছে নওশাদের বিরুদ্ধে।

Advertisement

খুনের ঘটনা দেখে ফেলেন হোটেলের অন্য এক কর্মী। তিনিই পুলিশকে খবর দেন। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা বেধেছিল এবং কেন খুন করা হল তরুণীকে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement