Jharkhand

স্কুলের পোশাকে লেখার শাস্তি! ঝাড়খণ্ডে পোশাক ছাড়াই ছাত্রীদের বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক

অভিযোগ, শাস্তি হিসাবে ছাত্রীদের শার্ট খোলার নির্দেশ দেন শিক্ষক। কাকুতিমিনতি করেও ছাড় মেলেনি বলে দাবি। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির ৮০ জন ছাত্রীকে!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

পরীক্ষার শেষ দিনে একে অন্যের শার্টে নানা বার্তা লিখে দিচ্ছিল দশম শ্রেণির ছাত্রীরা। সেই ‘অপরাধে’ শার্ট খুলে রেখে শুধু ব্লেজ়ার পরে তাদের বাড়ি যেতে বাধ্য করলেন প্রধান শিক্ষক! শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদে এই অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ওই রাজ্য জুড়ে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার ওই স্কুলে দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আবেগপ্রবণ হয়ে একে অপরের শার্টে পেন দিয়ে সহপাঠীদের জন্য নানা বার্তা লিখে দিচ্ছিল ছাত্রীরা। বিষয়টি প্রধান শিক্ষকের নজরে পড়তেই তিনি ছাত্রীদের বকাবকি করতে শুরু করে দেন। ক্ষমাও চায় ছাত্রীরা। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। অভিযোগ, শাস্তি হিসাবে ছাত্রীদের শার্ট খুলতে নির্দেশ দেন তিনি। কাকুতিমিনতি করেও ছাড় মেলেনি বলে দাবি। শেষমেশ শার্ট ছাড়া শুধুমাত্র ব্লেজার পরেই বাড়ি ফিরতে হয় দশম শ্রেণির ৮০ জন ছাত্রীকে!

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকেরাও। তাঁদের দাবি, ‘শাস্তি’র জেরে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে ছাত্রীরা। ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানিয়েছেন, অভিভাবকেরা ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় চার সদস্যের একটি দল গঠন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাধবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement