—প্রতীকী ছবি।
নয়ডার একটি নামী বেসরকারি স্কুলের ওয়েবসাইট হ্যাক করে বসানো হল বাংলাদেশের পতাকার ছবি। ওয়েবসাইটে পতাকার নীচে জ্বলজ্বল করছে একটি লাইন, ‘‘যেখানে স্বাধীনতা ঝুঁকির মুখে পড়বে, সেখানেই পৌঁছে যাব আমরা।’’ বৃহস্পতিবারের এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই স্কুলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশের একটি হ্যাকার গোষ্ঠী এই ঘটনার নেপথ্যে রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো বিষয়টি বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ্যে আসে। যদিও এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্কুলের ওয়েবসাইটে যে বার্তা ফুটে উঠছে, সেখানে লেখা, ‘‘আমরা বাংলাদেশি মুসলিম হ্যাকাররা কখনওই অন্তর্জাল (ইন্টারনেট) দুনিয়াকে নোংরা করার চেষ্টা করি না। আমরা নিপীড়নের বিরোধিতা করি। আমরা স্বাধীনতার প্রতিনিধিত্ব করি। স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকলে আমরা পৌঁছে যাব।’’
সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওয়েবসাইটের মধ্যে লেখা ‘জয় বাংলা’ এবং ‘বাংলাদেশ’ শব্দ দু’টিও। ওয়েবসাইটে বেশ কয়েকটি রহস্যজনক ছদ্মনামের উল্লেখ রয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।