Punjab Crime

কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুন! দেহ বাইকে বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন বাবা

ঘটনাটি পঞ্জাবের অমৃতসরের। খুনের পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১০:৫৬
Share:

—প্রতীকী ছবি।

মেয়েকে খুনের পর তাঁর দেহ বাইকে বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন বাবা। তার পর দেহ ফেলা হল রেল লাইনে। এমন অভিযোগ উঠেছে পঞ্জাবের অমৃতসরে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। অভিযুক্ত পলাতক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই মেয়েকে খুন করেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। কাউকে না বলে সে বেরিয়েছিল। বাড়ি ফেরার পর তার উপর চড়াও হন তার বাবা। ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের অন্য সদস্যেরা বাধা দিতে গেলে তাঁদেরও হুমকি দেন অভিযুক্ত। ভয়ে পরিবারের বাকি সদস্যেরা কেউই কিছু করতে পারেননি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

নিহত কিশোরীর ঠাকুমা বলেছেন, ‘‘আমার নাতনি বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর ফিরে আসে। বাড়ি ফেরার পর ওর বাবা ওকে মেরে ফেলল।’’এই ঘটনায় স্তম্ভিত কিশোরীর পরিবারের সদস্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement