Raksha Bandhan 2023

প্রধানমন্ত্রী মোদীর জন্য ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি রাখি পাঠালেন ওড়িশার মহিলা

দেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি বানাতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত কেন্দ্রাপাড়ার কমলা মহারানা। বলেছেন, ‘‘ভাইয়ের জন্য রাখি পাঠালাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভুবনেশ্বর শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৪:৫৮
Share:

সেই রাখি (বাঁ দিকে)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

ফেলে দেওয়া সামগ্রী দিয়ে রাখি তৈরি করেছেন ওড়িশার এক মহিলা। সেই রাখিই বুধবার হাতে বাঁধবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর জন্য রাখি বানাতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত কেন্দ্রাপাড়ার কমলা মহারানা। বলেছেন, ‘‘ভাইয়ের জন্য রাখি পাঠালাম।’’

Advertisement

প্রধানমন্ত্রীর জনপ্রিয় বেতার অনুষ্ঠান ‘মন কী বাত’-এর ২৫তম পর্বে কমলার নাম উল্লেখ করেছিলেন খোদ মোদী। তার পরই নিজের হাতে তৈরি রাখি প্রধানমন্ত্রীকে পাঠানোর সুযোগ পান ওড়িশার ওই মহিলা। ইতিমধ্যেই ওই রাখি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

এই প্রসঙ্গে ওড়িশা টিভিকে কমলা বলেছেন, ‘‘ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে রাখি বানিয়েছি। ওই রাখিই আমার ভাইয়ের (প্রধানমন্ত্রী) কাছে পাঠিয়েছি। আমার অনেক ভালবাসা পাঠালাম ওঁর জন্য।।’’ তাঁর আরও সংযোজন, ‘‘মন কী বাত’ অনুষ্ঠানে আমায় বোন সম্বোধন করেছেন তিনি। তাই বোনের দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস উনি ওই রাখিটি পরবেন। খুব আনন্দ পাব।’’

Advertisement

কেন্দ্রাপাড়ায় ওই মহিলা ‘কমলামাসি’ নামেই সকলের কাছে পরিচিত। তিনি একটি স্বনির্ভর গোষ্ঠী চালান। ওই দল বিভিন্ন ধরনের সামগ্রী বানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement