Delhi

পাকিস্তানে যায়নি কেন পড়ুয়াদের পরিবার? বিরূপ মন্তব্য করে বিতর্কে দিল্লির শিক্ষিকা

পুলিশ সূত্রে খবর, গান্ধীনগর এলাকায় একটি সরকারি স্কুলের শিক্ষিকা হেমা গুলাতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১১:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার বিতর্কে জড়ালেন দিল্লির স্কুলের এক শিক্ষিকা। ছাত্রদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গান্ধীনগর এলাকায় একটি সরকারি স্কুলের শিক্ষিকা হেমা গুলাতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, স্কুলের চার পড়ুয়ার উদ্দেশে ওই শিক্ষিকা বলেছেন, ‘‘দেশভাগের সময় পাকিস্তানে যাওনি (পড়ুয়াদের পরিবার)। ভারতে থেকে গেছ। ভারতের স্বাধীনতায় তোমাদের কোনও অবদান নেই।’’

বিষয়টি জানার পরই স্কুলের নবম শ্রেণির কয়েক জন ছাত্রের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। আম আদমি পার্টির স্থানীয় বিধায়ক অনিলকুমার বজপাল বলেছেন, ‘‘খুব অন্যায় হয়েছে। শিক্ষিকার দায়িত্ব পড়ুয়াদের শিক্ষার আলোয় আলোকিত করা। এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। গ্রেফতার করা উচিত।’’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষিকা এবং স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের মুজফ্‌‌ফরনগরে বিতর্কে জড়িয়েছেন এক শিক্ষিকা। তাঁর নাম তৃপ্তি ত্যাগী। অভিযোগ, তাঁর নির্দেশে এক সংখ্যালঘু পড়ুয়াকে মারধর করে কয়েক জন পড়ুয়া। শিক্ষিকার কিছু আপত্তিকর মন্তব্যের একটি ভিডিয়োও ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। পরে নিজের ভুল স্বীকার করেন ওই শিক্ষিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement