Murder

অসুস্থ ২০ দিনের সন্তানকে গলা টিপে খুন! গ্রেফতার মা

কেন সন্তানকে খুন করলেন মহিলা? সন্তানের অসুস্থতাই কি কারণ, না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৫:২৬
Share:

শিশুটিকে কেন খুন খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকী ছবি।

অসুস্থ ২০ দিনের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আকোলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা ওয়াড়ি আদমপুর গ্রামের বাসিন্দা। কন্যাসন্তান অসুস্থ হওয়ায় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনি। মহিলার সঙ্গে তাঁর ভাইও ছিলেন। কিন্তু হাসপাতাল থেকে তাঁদের জেলা হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু জেলা হাসপাতালে শিশুটিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় শিশুটির ময়নাতদন্ত করা হয়। রিপোর্টে জানা গিয়েছে, সদ্যোজাতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

Advertisement

এর পরই হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। খুনের অভিযোগে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধুই কি অসুস্থতার কারণে, না কি অন্য কোনও কারণে সদ্যোজাত সন্তানকে খুন করেছেন মহিলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার মহিলাকে স্থানীয় আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলার ভাই এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement