Tollywood Actor

কলকাতার গণ্ডি ছাড়িয়ে মুম্বই পাড়ি, হিন্দি ধারাবাহিকে হাতেখড়ি হবে টালিগঞ্জের এই নায়িকার?

টেলিভিশন জগতের তিনি পরিচিত মুখ। বেশ কিছু ধারাবাহিক ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি। এ বার মায়ানগরীতে যাওয়ার প্রস্তুতি নিয়েই ফেললেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৩:৫৪
Share:

টালিগঞ্জের গন্ডি ছাড়িয়ে মুম্বইয়ে এই নায়িকা? ফাইল-চিত্র।

চার মাস হল শেষ হয়েছে ‘গঙ্গারাম’। ধারাবাহিক চলাকালীনই সাতে পাকে বাধা পড়েছিলেন নায়িকা সোহিনী গুহ রায়। ধারাবাহিক শেষে আপাতত সংসারে মন দিয়েছেন নায়িকা। তবে কি এখন শুধুই সংসারে মন দেবেন নায়িকা? এমন ‌অনেক প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখন কী করছেন তিনি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

কলকাতায় নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি নন নায়িকা। তিনি বললেন, “কথাবার্তা চলছে ধারাবহিকের।” এখানেই রয়েছে আরও একটি চমক। তিনি বলেন, “কলকাতার ধারাবাহিকে তো আছেই, মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হচ্ছে।” তিনি আরও যোগ করেন। বলেন, “এখনও কিছুই চূড়ান্ত হয়নি। ৫০ শতাংশ কথা হয়েছে। এখনও অনেক কিছুই বাকি।”

শীঘ্রই ছোট পর্দায় ফিরবেন নায়িকা? ফাইল-চিত্র।

কলকাতার কোনও প্রযোজনা সংস্থা নয়, মুম্বইয়ের এক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা হচ্ছে তাঁর। পরিবার সংসার সামলে তা হলে মুম্বই পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত নায়িকা। সোহিনী বলেন, “হ্যাঁ, এখন যদি ঝুঁকি না নিই, তা হলে আর কখন নেব?”

Advertisement

প্রসঙ্গত, এই মুহূর্তে নিজের বাড়ি কোচবিহারে রয়েছেন তিনি। বা়ড়ির একাংশ নতুন করে তৈরি হয়েছে। বাড়ির পুজোর সেই ছবিও ভাগ করে নিয়েছেন নায়িকা। আপাতত নতুন বছরের অপেক্ষা। ২০২৩ সালেই আসতে পারে সেই সুখবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement