WhatsApp

WhatsApp: এক মাসে বন্ধ ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট, ‘অপব্যবহার’ রুখতে সক্রিয় হোয়াটসঅ্যাপ

৯৫ শতাংশেরও বেশি ক্ষেত্রে ক্ষতিকর এবং অশালীন মেসেজ বিপুল ভাবে পাঠানোর অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১২:১২
Share:

প্রতীকী ছবি।

এক মাসে ২০ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। ক্ষতিকারক আচরণ এবং নেটমাধ্যমের অপব্যবহারের প্রবণতায় রাশ টানতেই এই পদক্ষেপ বলে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে।

Advertisement

দেশের নয়া তথ্যপ্রযুক্তি আইনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার প্রথম ‘গাইডলাইন রিপোর্ট’ প্রকাশ করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ২০২১ সালের ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে স্বতঃপ্রণোদিত হয়ে নেটমাধ্যমের অপব্যবহার চিহ্নিত করে এবং দায়ের হওয়া অভিযোগ খতিয়ে দেখে ২০ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশেরও বেশি ক্ষেত্রে ক্ষতিকর এবং অশালীন মেসেজ বিপুল ভাবে পাঠানোর অভিযোগে পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়া রয়েছে, হ্যাকিং এবং জালিয়াতির মতো ঘটনাও।

ওই সময়সীমার মধ্যে নয়া তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়ার জন্য মোট ২০৪টি অভিযোগ এসেছে বলেও জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যার মধ্যে ৬৩টি ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হওয়ায় পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে এমন ৬৪৬টি ক্ষেত্রে অভিযোগ পেয়ে পদক্ষেপ করেছে ফেসবুক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement