mumbai

Mumbai: ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই, জলমগ্ন বিভিন্ন এলাকা, বিঘ্নিত ট্রেন-বাস পরিষেবা

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলমগ্ন বিভিন্ন রাস্তা। দুটি বাড়ি ভেঙে পড়েছে। হতাহতের খবর নেই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৩:৪৬
Share:

ছবি পিটিআই।

প্রবল বৃষ্টিতে ভাসছে মায়ানগরী। ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে ট্রেন ও বাস পরিষেবা বিঘ্নিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। কুরলা, চেম্বুর, দাদর, আন্ধেরিতে ভারী বৃষ্টি হয়েছে। হিন্দমাতা, পারেল, হাজি আলি, গাঁধী মার্কেট, বান্দ্রা এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।

Advertisement

বিভিন্ন এলাকায় এক হাঁটু জল জমে গিয়েছে। যার জেরে যানজটে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। কালবাদেবী ও সিয়ন এলাকায় দুটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। তবে কেউ হতাহত হননি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement