Viral Photo

Viral: অনিচ্ছুক বাঁদর ছানা, ধরে বেঁধে স্নান করাচ্ছে মা, দেখুন ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলে জলাধারে বাঁদর ছানাকে স্নান করাচ্ছে তার মা। কোল থেকে টেনে জলে নামাচ্ছে তাকে। এদিকে মায়ের কোলে থাকা ছানাও পালাতে চায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১৯:৩৪
Share:

ছবি: টুইটার থেকে নেওয়া

জলে নামার ইচ্ছেই নেই বাঁদর ছানার। ওদিকে মা তাকে স্নান করিয়েই ছাড়বে। স্নান করা নিয়ে ছোট্ট বাঁদর আর তার মায়ের সেই টানাটানির দৃশ্য নেটমাধ্যমে ছড়িয়েছে। যা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে নেটাগরিকদের। যখন অনিচ্ছুক শিশুদের স্নান করানোর জন্য জোর করে জলে টেনে নিয়ে যেতেন মা।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলে জলাধারে বাঁদর ছানাকে স্নান করাচ্ছে তার মা। কোল থেকে টেনে জলে নামাচ্ছে তাকে। এদিকে মায়ের কোলে থাকা ছানাও পালাতে চায়। শেষ পর্যন্ত মা লেজ ধরে টেনে তাকে জলে চুবিয়ে দিল। সেও হাত-পা ছুড়তে ছুড়তে জলে হাবুডুবু খেল। মা অবশ্য তাকে ধরেই ছিল।

ভিডিয়োটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এভাবেই মায়েরা শিশুদের শেখান, তোমার হয়ে কেউ স্নান করতে পারবে না...।

Advertisement

দেখুন ভিডিয়ো।—

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement