কোন চায়ে চুমুক দিলে ভাল থাকবে ত্বক? ছবি: সংগৃহীত।
ত্বকের হাজারো সমস্যা। তার জন্য রয়েছে হরেক রকম প্রসাধনী। কে কোনটি মাখবেন, কখন মাখবেন, ত্বকের ধরন কেমন, এত কিছু দেখে, বুঝে প্রসাধনী কেনা বেশ ঝক্কির। তবে ভিতর থেকে যদি ত্বকের এই ধরনের সমস্যাগুলির সুরাহা করতে চান, সে ক্ষেত্রে চুমুক দিতে হবে বিশেষ এক ধরনের পানীয়ে।
নেটপ্রভাবী, পুষ্টিবিদ ডলি শাহ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করে তেমনটাই বলেছেন। তবে শুধু চা পাতা আর জল দিয়ে সেই পানীয় তৈরি করা যায় না। বিশেষ সেই চা বানানোর উপকরণও আলাদা। ডলি বলেন, “ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর সেই পানীয়টি রক্ত পরিস্রুত করতে এবং হরমোনের সমতা বজায় রাখতে বিশেষ ভাবে সাহায্য করে। যে কারণে ত্বক, চুলের সমস্যা অনেকটা রুখে দেওয়া যায়।”
ডলির বানানো বিশেষ চা তৈরি করতে কী কী লাগবে?
৩ সুতো: কেশর
২টি: ছোট এলাচ
১ টেবিল চামচ: ঘি
আদা: দু'টুকরো
অল্প পরিমাণে যষ্টিমধু
কী ভাবে তৈরি করবেন?
· প্রথমে পরিমাণ মতো জল গরম করে নিন।
· তা ফুটতে শুরু করলে তার মধ্যে কেশর, ছোট এলাচ, আদা, ঘি এবং যষ্টিমধু দিয়ে দিন।
· মিনিট চারেক ফুটিয়ে নিয়ে পাত্রের মুখ ঢেকে রেখে দিন কিছু ক্ষণ।
· তার পর ছেঁকে নিয়ে হালকা গরম থাকতে থাকতেই খেয়ে নিন।