twitter

Twitter: এক ঘণ্টারও বেশি সময় ধরে বিভ্রাট টুইটারে, নিজে থেকেই ‘লগ অফ’ অনেক অ্যাকাউন্ট

কী কারণে এই সমস্যাটি হয়েছে এবং কত জন ব্যবহারকারী এই বিভ্রাটের মুখোমুখি হয়েছেন তা নিয়ে পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০১:১৪
Share:

প্রতীকী ছবি।

এক ঘণ্টারও বেশি সময় ধরে বিভ্রাট টুইটারে। অনেক ব্যবহারকারীর অভিযোগ, তাঁদের টুইটার হ্যান্ডলে নতুন টুইট দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ব্যবহারকারী তাঁদের টুইটার সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকে নিজেদের করা টুইটগুলি দেখতে পাচ্ছিলেন না। এছাড়াও, কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে, তাঁদের টুইটার অ্যাকাউন্ট নিজে থেকেই ‘লগ অফ’ হয় বলেও অভিযোগ। তবে কিছু সময় পরে টুইটার হ্যান্ডলগুলি ঠিক মতো কাজ করতে শুরু করেছে।

কী কারণে এই সমস্যাটি হয়েছে এবং কত জন ব্যবহারকারী এই বিভ্রাটের মুখোমুখি হয়েছেন তা নিয়ে পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলেও তাদের তরফে জানানো হয়েছে।

ডাউনডিটেক্টর ওয়েবসাইটের মতে, কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু-সহ ভারতের প্রধান শহরগুলিতে টুইটার পরিষেবা বিভ্রাটের সম্মুখীন হয়েছে। আমেরিকাতেও সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলের মতো শহরগুলিতে ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন বলেও জানা গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement