Rohit Sharma and Virat Kohli

রঞ্জিতে খেলতেই হবে! গম্ভীরকে কড়া হওয়ার অনুরোধ গাওস্করের, বার্তা কি রোহিত-কোহলিকে?

সিডনিতে হারের পরেই জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মাকে রঞ্জি ট্রফিতে খেলার অনুরোধ করেছেন সুনীল গাওস্কর। তিনি খুশি নন বিরাট কোহলির পারফরম্যান্সেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

সিডনিতে হারের পরেই জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। একই সুরে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিলেন সুনীল গাওস্কর। তাঁর মতে, কোনও ক্রিকেটার যেন অজুহাত না দিয়ে রঞ্জি ট্রফিতে না খেলেন। তার আগে রোহিত শর্মাকে রঞ্জি ট্রফিতে খেলার অনুরোধ করেছেন। গাওস্কর খুশি নন বিরাট কোহলির পারফরম্যান্সেও। তবে কোহলিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকরের হাতে।

Advertisement

রবিবার গাওস্কর বলেছেন, “২৩ জানুয়ারি রঞ্জির পরের পর্ব শুরু। দেখা যাক এই দলের কতজন ক্রিকেটার সেখানে খেলে। না খেলার জন্য কোনও অজুহাত দেওয়া উচিত নয়। যদি ম্যাচ না খেলে তা হলে গম্ভীরের উচিত কড়া সিদ্ধান্ত নেওয়া। গম্ভীর বলে দিক, ‘যদি তোমাদের দায়বদ্ধতা না থাকে তা হলে জাতীয় দলের হয়েও খেলবে পারবে না’। কোনও ভাবেই ওই ক্রিকেটারকে টেস্ট দলে জায়গা দেওয়া উচিত নয়।”

প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত। পঞ্চম টেস্টে তাঁকে বাদ দেওয়া হয়। বাকি তিনটি টেস্টে রোহিত মোটে ৩১ রান করেছেন। ওপেনার হিসাবে যা একেবারেই কাম্য নয়। গাওস্কর বলেছেন, “এখন তো সামনে চার দিনের ম্যাচ নেই। সামনে রঞ্জি ট্রফি রয়েছে। যদি মুম্বই নকআউটে যায় তা হলে রোহিতের উচিত সেখানে কয়েকটা ম্যাচ খেলা। জানি দলকে যারা নকআউটে তুলেছে তাদের প্রতি অবিচার হবে। কিন্তু ভারতীয় ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি রোহিতকে খেলানোর জায়গা থাকে তা হলে ওকে সুযোগ দেওয়া উচিত। ক্রিজ়ে অন্তত কিছুটা সময় কাটানোর সুযোগ পাবে ও।”

Advertisement

কেন রোহিতকে এই পরামর্শ দিয়েছেন তার কারণ ব্যাখ্যা করে গাওস্কর বলেছেন, “এটা ৫০ ওভারের খেলায় শুধুমাত্র ১৫-২০ ওভার খেলা নয়। সারা দিন ধরে ব্যাটিং করতে হবে। প্রায় সাড়ে চার-পাঁচ ঘণ্টা ক্রিজ়‌ে কাটাতে হবে। তবেই রোহিত আত্মবিশ্বাস ফিরে পাবে।”

একই রকম রানের খরায় ভুগছেন কোহলিও। একটি শতরান বাদে অস্ট্রেলিয়া সিরিজ়‌ থেকে আর কোনও প্রাপ্তি নেই তাঁর। গাওস্করের কথায়, “আমি সিদ্ধান্ত নিতে পারি না। বিশ্বাস রাখি যে নির্বাচক কমিটি কোনও সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে অজিত আগরকরই শ্রেষ্ঠ লোক।”

গাওস্করের সংযোজন, “গত ৮-১০ দিন ধরে একটা কথাই বলছি, পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাদের পাওয়া যাবে সেটা এখনই ঠিক করে ফেলতে হবে। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা। তাই ২০২৭ পর্যন্ত যারা খেলতে পারবে তাদের নিয়েই ভাবা দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement