কেন নিরাপত্তা বৃদ্ধি করা হল সলমনের বাড়ির? ছবি: সংগৃহীত।
২০২৪-এর বেশির ভাগটাই আতঙ্কে কেটেছে সলমন খানের অনুরাগীদের। লরেন্স বিশ্নোইের নিশানায় ছিলেন ভাইজান। গত বছরই খুন হয়েছেন তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। সেই দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোইয়ের দল। আগেই তাঁর বাড়ি ‘গ্যালাক্সি’র সামনে গুলি চালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। একের পর এক হুমকি এসেছে সলমন ঘনিষ্ঠ পরিজনেদের কাছেও। প্রাতর্ভ্রমণে বেরিয়ে সরাসরি হুমকি পেয়েছেন সলমনের বাবা সেলিম খান। ফলে বাড়ানো হয়েছে ভাইজানের নিরাপত্তা।
এই উদ্বেগের মধ্যে নিজের জন্মদিন নিয়েও খুব উচ্ছ্বাস দেখাতে পারেননি সলমন। বরং ব্যক্তিগত পরিসরে পরিবার পরিজন নিয়ে জন্মদিন পালন করেছেন। গত বছর নিরাপত্তার জন্য একটি বুলেটপ্রফ গাড়ি কিনেছিলেন সলমন। আর নতুন বছরের শুরুতেই আঁটসাঁট করা হল সলমনের বাড়ির নিরাপত্তা। সেই ভিডিয়ো ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়ো দেখেই চিন্তিত ভাইজানের অনুরাগীরা। তাঁদের প্রশ্ন, আবার কি কোনও অঘটন ঘটল বা লরেন্স বিশ্নোইয়ের থেকে কি ফের কোনও হুমকি এল?
কিছু দিন আগেই মুক্তি পেয়েছ সলমনের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর ঝলক। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকের অনুমান, বিশেষ বার্তা শত্রুদের উদ্দেশেই দিয়েছেন সলমন। “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকের— মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে।
ছবির ঝলক প্রকাশ্যে আসার পরেই সলমনের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বদলে দেওয়া হচ্ছে তাঁর বাড়ির জানলার কাচ। অনুরাগীদের অনুমান, ছবির ঝলকের জেরে কি ফের ভাইজানের কাছে কোনও হুমকি এসেছে? বা তেমনই আশঙ্কা করা হচ্ছে? স্পষ্ট জানা যায়নি কিছুই। এই বছর ইদে মুক্তি পাবে ‘সিকন্দর’। সলমন ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, সত্যরাজ, প্রতীক বব্বর, শরমন জোশী, কাজল আগরওয়াল।