Crime News

ধর্ষককে গ্রেফতার করতে হবে, থানার সামনে গিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা তরুণীর

উত্তরপ্রদেশের মীরাটের এক তরুণী গ্রামের যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মাস ছয়েক আগে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

লখনউ শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১২:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

ধর্ষকের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন নির্যাতিতা তরুণী এবং তাঁর পরিবারের সদস্যেরা। গায়ে আগুন দিয়ে পুলিশের সামনেই আত্মহত্যার চেষ্টাও করেন ওই তরুণী। পরে পুলিশ তাঁদের কাছ থেকে দাহ্য বস্তু বাজেয়াপ্ত করেছে।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের মীরাটের। শনিবার সেখানে স্থানীয় থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান নির্যাতিতা তরুণী। তাঁর সঙ্গে তাঁর পরিবারের সদস্যেরাও ছিলেন। দাহ্য বস্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁরা। থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার হুমকি দেন তরুণী।

পুলিশ জানিয়েছে, মাস ছয়েক আগে ওই তরুণী তাঁর গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সেই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সে সময় তরুণী নাবালিকা ছিলেন। পুলিশের দাবি, সেই সময় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। কিন্তু পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে, ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না ওই যুবক। তাই তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

Advertisement

শনিবার তরুণী এবং তাঁর পরিবারের বিক্ষোভের পর নতুন করে বিষয়টি সকলের নজরে এসেছে। এসডিএম পঙ্কজ প্রধান রাঠোর জানান, তিনি সংশ্লিষ্ট থানাকে অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ওই নির্যাতিতার পরিবারকেও দোষীকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement