ছাত্রীকে প্রায় এক ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
পরীক্ষা চলাকালীন স্যানিটরি প্যাড চেয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, সে জন্য তাকে প্রায় এক ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। উত্তরপ্রদেশের ঘটনা। ছাত্রীর বাবা জেলাশাসকের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রশাসনের তরফে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার ওই ছাত্রী নিজের স্কুলে পরীক্ষা দিতে বসেছিল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে সময় তার ঋতুস্রাব শুরু হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে কোনও পদক্ষেপ করেননি। ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে স্কুলের প্রধানশিক্ষককে বিষয়টি জানিয়ে একটি স্যানিটরি প্যাড চাইলে তিনি তাকে ক্লাস থেকে বার করে দেন। ক্লাসের বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় বলেও তাঁর অভিযোগ।
এর পরেই জেলাশাসক, রাজ্য মহিলা কমিশন, ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুল (ডিআইওএস), মহিলা কল্যাণ দফতরের কাছে অভিযোগ করেন ছাত্রীর বাবা। ডিআইওএস দেবকী নন্দন জানিয়েছেন, তদন্ত চলছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।