কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: পিটিআই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এ বার মধ্যপ্রদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটমুখী মধ্যপ্রদেশে গিয়ে মঙ্গলবার আসন্ন বিধানসভা ভোটের প্রচারের সূচনা করলেন তিনি। শাহের কর্মসূচিতে মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান-সহ সে রাজ্য তেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রথম সারির বিজেপি নেতারা হাজির ছিলেন।
চলতি বছরের শেষেই বিধানসভা ভোট হওয়ার কথা মধ্যপ্রদেশে। গত ২৭ জুন সে রাজ্যের রাজধানী ভোপালে গিয়ে পাঁচটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, বিজেপির বুথ সভাপতিদের সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। সেই বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছিলেন মোদী।
২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্যের সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে কমলের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। চলতি বছরের শেষেই সে রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, সে রাজ্যে এ বার বিজেপিকে চাপে ফেলতে পারে কংগ্রেস। মুখ্যমন্ত্রী শিবরাজের সরকারের বিরুদ্ধে তোপ দেগে গত কয়েক মাসে একের পর এক বিজেপি নেতা কংগ্রেস যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে পদ্ম শিবির চাপে রয়েছে বলেই মনে করা হচ্ছে।