উদ্ধব ঠাকরে। ফাইল চিত্র।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে স্বস্তি দিয়ে রাজ্যের বিধান পরিষদের নয়টি আসনে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠালেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। আগামী ২৭ মে-র মধ্যে নির্বাচিত না হতে পারলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে উদ্ধবকে। সে কারণেই এই প্রস্তাব তাঁর পক্ষে অনেকটাই স্বস্তির কারণ।
করোনা আবহে বিধান পরিষদের আসনগুলির জন্য ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্যপাল চিঠিতে লিখেছেন, কেন্দ্র লকডাউনে নানা ছাড় দিচ্ছে। সে জন্য নির্দিষ্ট গাইডলাইন মেনে বিধান পরিষদের
নয়টি আসনে ভোট করা যেতেই পারে। গত ২৮ নভেম্বর বিজেপি-বিরোধী জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন উদ্ধব। তার ছ’মাসের মধ্যে তাঁকে বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য হতেই হবে। না হলে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হবে। মহারাষ্ট্রের মন্ত্রিসভা গত ৯ এপ্রিল উদ্ধবকে বিধান পরিষদে রাজ্যপালের মনোনীত সদস্য করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এতে আপত্তি তোলে বিজেপি। গত কালই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় উদ্ধবের। তার পরেই রাজ্যপালের প্রস্তাবে অনেকে মনে করছেন, উদ্ধবকে জিতে আসার সুযোগ দেওয়া হল।