Maa Flyover

‘মা’-এ বাইক চলাচলে নিষেধের সময় বাড়ানোর ভাবনা

রাতের শহরে বেপরোয়া বাইকের দৌরাত্ম্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। একের পর এক মৃত্যুও ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৪০
Share:

মা উড়ালপুল। —ফাইল চিত্র।

‘মা’ উড়ালপুলের উপরে রাতে মোটরবাইক চলাচলে পুলিশি নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর তোড়জোড় শুরু করল লালবাজার। বর্তমানে রাত দশটা থেকে সকাল ছ’টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ আছে। নতুন ভাবনায় আরও এক ঘণ্টা, অর্থাৎ সকাল সাতটা পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে লালবাজার জানিয়েছে। উড়ালপুলের উপরে বাইকের দৌরাত্ম্য কমাতে এবং মৃত্যু আটকাতেই এমন পরিকল্পনা বলে এক পুলিশকর্তা জানিয়েছেন।

Advertisement

রাতের শহরে বেপরোয়া বাইকের দৌরাত্ম্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। একের পর এক মৃত্যুও ঘটেছে। রবিবার সকালেই মা উড়ালপুল থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছিল একটি বাইকের চালক এবং আরোহীর। দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার নগরপাল মনোজ বর্মা এবং ট্র্যাফিক পুলিশের কর্তারা।

ওই দুর্ঘটনার পরেই পুলিশকর্তারা জানিয়েছিলেন, মা উড়ালপুলে দুর্ঘটনা আটকাতে বেশ কিছু পদক্ষেপ করা হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই বাইক চলাচলের উপরে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো নিয়ে লালবাজারের ভাবনা সামনে এল। তবে, এই সংক্রান্ত কোনও লিখিত নির্দেশ এখনও জারি হয়নি বলে জানা গিয়েছে। শহরের অন্য উড়ালপুলগুলিতেও এমন নিষেধাজ্ঞা বলবৎ হবে কিনা, সেটাও স্পষ্ট হয়নি।

Advertisement

যদিও পুলিশের এমন ভাবনা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কারণ, সকালের দিকে বহু অফিসযাত্রী মা উড়ালপুল ব্যবহার করেন। নিউ টাউনমুখী লেনে বাইকের ভিড়ও বেশি থাকে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তাঁরা অসুবিধায় পড়বেন। তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মী, তেমনই এক যাত্রী দীপক জানার দাবি, ‘‘মোটরবাইক বন্ধ করে দেওয়া দুর্ঘটনা রোধের উপায় হতে পারে না। পুলিশের উচিত বাইকচালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা। নজরদারি জোরদার করা। তা হলেই দুর্ঘটনা কমানো যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement