Uluberia

সরকারি প্রকল্পের কাজে বাধার নালিশ, ঘটনাস্থলে পুলিশ

উলুবেড়িয়া ২ ব্লক ভূমি দফতরের আধিকারিক রমা বিশ্বাস জানান, কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬
Share:

সরকারি প্রকল্পে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। সোমবার উলুবেড়িয়া ২ ব্লকের জোয়ারগড়ি পঞ্চায়েতের নয়াচকের ঘটনা। ওই কাজের ঠিকাদার বনস্পতি খালের পাশে একটি জায়গায় মালপত্র ফেলতে এসেছিলেন। এলাকার বাসিন্দা রমেন দোলুই ও তাঁর পরিবারের লোকজন কাজে বাধা দেন বলে অভিযোগ।

Advertisement

রমেনের দাবি, ‘‘তৃণমূল নেতারা আমাদের জায়গা দখল করে রেখেছেন। আমরা এই জায়গায় ২০১৫ সাল পর্যন্ত খাজনা দিয়েছি। মাস দু’য়েক আগে সরকারি জমি হিসেবে এখানে বোর্ড মেরে দেওয়া হয়েছে।’’ তিনি জানান, ওই জমি নিয়ে মামলা চলছে। তারপরেও বিচারাধীন জমিতে সরকারি কাজ শুরু করে হচ্ছে। অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুকুমার গায়েন বলেন, ‘‘কারও জমি দখল করা হয়নি। সরকারি কাজে অহেতুক বাধা দিচ্ছে ওই পরিবার।’’

এ দিন ঘটনাস্থলে গিয়ে পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘সরকারি নির্দেশে কাজ হচ্ছে। ওই পরিবার যদি প্রমাণ করতে পারে, ওই জায়গা তাদের— তা হলে কাজ বন্ধ করে দেওয়া হবে। আর যদি কাগজপত্র না দেখিয়ে অহেতুক কাজ বন্ধ করার চেষ্টা করে, তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

উলুবেড়িয়া ২ ব্লক ভূমি দফতরের আধিকারিক রমা বিশ্বাস জানান, কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১০ কোটি টাকা। তিনি বলেন, ‘‘সরকারি তথ্য অনুযায়ী ওই জায়গাটি খাস জমি হিসেবে চিহ্নিত করা আছে। তাই জনগণের স্বার্থে সরকারি প্রকল্পের কাজ হচ্ছে। বাধা দেওয়ার কোনও মানে হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement