ট্রান্সফর্মার বিস্ফোরণের পর আগুন নেভানের কাজ চলছে। ছবি: সংগৃহীত।
পটনা আদালত চত্বরে বুধবার ট্রান্সফর্মার বিস্ফোরণে মৃত্যু হল এক আইনজীবীর। সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই আইনজীবী। পুলিশ জানিয়েছে, মৃত আইনজীবীর নাম দেবেন্দ্র প্রসাদ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রান্সফর্মার থেকে কয়েক হাত দূরে বেশ কয়েক জন আইনজীবী দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সঙ্গে দেবেন্দ্রও ছিলেন। আচমকাই ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। তার পর সেটি ফেটে যায়। বিস্ফোরণের জেরে ট্রান্সফর্মারের কাছে দাঁড়িয়ে থাকা আইনজীবী দেবেন্দ্র পুরো ঝলসে যান। গুরুতর আহত হন আরও দুই আইনজীবী। বিস্ফোরণের আওয়াজে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল এবং পুলিশকে খবর দেন অন্যান্য আইনজীবীরাই। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পরই আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। পুলিশ তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করে। মৃত আইনজীবীর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবিও জানিয়েছেন তাঁরা। আইনজীবীদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ট্রান্সফর্মার থেকে তেল লিক হওয়ায় তাতে আগুন ধরে যায়। তার পরই ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়। বিদ্যুৎ দফতরের এক আধিকারিকের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়েছে।