Saif Ali Khan attack case

সইফের উপর হামলাকারী বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগির! জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য

বুধবার গভীর রাতে সইফ ও করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন শরিফুল। সইফ বাধা দিতে গেলে তাঁকে ছুরিকাঘাত করেন মূল অভিযুক্ত। সইফের বাড়ির এক পরিচারকও আহত হন সেই রাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

সইফের ঘটনায় মূল অভিযুক্ত নাকি কুস্তিগির। ছবি: সংগৃহীত।

একের পর এক তথ্য উঠে আসছে মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদকে নিয়ে। পুলিশের কাছে তিনি স্বীকার করেছেন, বুধবার রাতে হামলা করেছিলেন সইফের উপরে। এ বার জানা যাচ্ছে, শরিফুল নাকি বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগির। বাংলাদেশেই তাঁর বড় হয়ে ওঠা। এ-ও জানা যাচ্ছে, ভারতে নাকি অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন তিনি এবং গত কয়েক মাস ধরে মুম্বইয়ে বসবাস ছিল তাঁর।

Advertisement

বুধবার গভীর রাতে সইফ ও করিনার বাড়িতে প্রবেশ করেছিলেন শরিফুল। সইফ বাধা দিতে গেলে ছুরিকাঘাত করেন মূল অভিযুক্ত। সইফের বাড়ির এক পরিচারকও জখম হন সে রাতে। পুলিশি তদন্তে জানা যাচ্ছে, চুরির উদ্দেশ্য নিয়েই সইফ-করিনার বাড়িতে ঢোকেন তিনি। ১৯ জানুয়ারি শরিফুল ইসলাম শেহজ়াদকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জেরার মুখে দোষ স্বীকার করেন অভিযুক্ত শরিফুল। তিনি বলেন, “হ্যাঁ আমিই করেছি।”

শরিফুল আরও জানিয়েছেন, তিনি জানতেন না, সেই বাড়ি আসলে সইফ আলি খানের। এমনকি, অভিনেতাকে চিনতেনও না। তিনি পরে জানতে পারেন, যাঁকে আক্রমণ করেছিলেন তিনি জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়, বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন তিনি। শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন। মুম্বইয়ের দুই রেস্তরাঁ ও হোটেলে শরিফুলের কাজ করার কথাও জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ওরলি এলাকার রেস্তরাঁয় চুরির অভিযোগ উঠেছিল শরিফুলের বিরুদ্ধে। সেই কারণে তাঁর চাকরিও গিয়েছিল গত অগস্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement