শনিবার ঘাটিগাঁও এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতের অন্ধকারে রাস্তা পার হচ্ছিল মহিষ। সেটিকে বাঁচাতে গিয়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় উল্টে গেল ট্র্যাক্টর। চাপা পড়ে প্রাণ হারালেন চার জন। আহত ১৫ জন। তাঁরা সকলেই জনজাতির মানুষজন। বন থেকে ভেষজ সংগ্রহ করে ফিরছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘাটিগাঁও এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা। সাহারিয়া জনজাতির প্রায় ৩১ জন ভেষজ সংগ্রহের জন্য পাই খো গ্রামের এক জঙ্গলে গিয়েছিলেন। কায়েত গ্রামে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ঘাটিগাঁও থানার আধিকারিক জীবনলাল মাহোর জানিয়েছেন, ট্র্যাক্টরটির সামনে একটি মহিষ চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় যান। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চার জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম ফুলবতী (৪৫), রামদাস (৪৬), অরুণ (১৪), কস্তুরী বাই (৬৫)। আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।