Madhya Pradesh

দোকানে ঢুকে পুজো, তার পর লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট চোরের! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিস থেকে প্রায় এক লক্ষ ৫৭ হাজার টাকা চুরি করে পালিয়েছে ওই যুবক। সে সময় পেট্রোল পাম্পের কর্মীরা পাশেই একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁদের। চোরের পিছনে ধাওয়াও করেন তাঁরা। কিন্তু তত ক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছে চোর!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮
Share:

চুরির আগে পুজো করছেন চোর! ছবি: সংগৃহীত।

পেট্রল পাম্পের অফিসে ঢুকে প্রথমে পুজোর জায়গা দেখেই হাত জোড় করলেন! মাথা ঠেকিয়ে প্রণামও করলেন বিগ্রহে! তার পর ড্রয়ার ভেঙে লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল চোর! শনিবার রাতে মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে!

Advertisement

শনিবার রাতে মধ্যপ্রদেশের মাচলপুর জেলার সোয়ত কালান-সুজলপুর সড়কের ঠিক উপরেই একটি পেট্রোল পাম্পে চুরি করতে ঢোকে অভিযুক্ত। পরনে নীল জ্যাকেট। অফিসে ঢুকে প্রথমেই পুজোর জায়গা দেখে সে দিকে এগিয়ে যান অভিযুক্ত। মাথা নিচু করে প্রণামও করেন। তার পর ড্রয়ার খুলে টাকা চুরি করে পালানোর মূহূর্তেই চোরের চোখে পড়ে সিসিটিভি ক্যামেরাটি! কিছু ক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরাটি বন্ধ করারও চেষ্টা করেন অভিযুক্ত। তার পর দেরি হচ্ছে বুঝে হাল ছেড়ে দিয়ে টাকা নিয়েই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিস থেকে প্রায় এক লক্ষ ৫৭ হাজার টাকা চুরি করে পালিয়েছে অভিযুক্ত। সে সময় পেট্রল পাম্পের কর্মীরা পাশেই একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। শব্দ শুনে ঘুম ভেঙে যায় তাঁদের। চোরের পিছনে ধাওয়াও করেন তাঁরা। কিন্তু তত ক্ষণে নাগালের বাইরে চলে গিয়েছে চোর! ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেছেন পেট্রল পাম্পের কর্মীরা। ঘটনাস্থল থেকে একটি লোহার রড এবং একটি শাড়ি উদ্ধার করা হয়েছে। চোরকে ধরতে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় দোকানগুলিতেও চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement