Haryana

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে দেহ পুঁতে দিলেন ১৯ বছরের তরুণ! চাঞ্চল্য হরিয়ানার গ্রামে

ধৃতদের নাম সেলিম, সোহিত এবং পঙ্কজ। সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত তরুণীর। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন। এর পরেই দুই বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকাকে খুনের ছক কষেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩৮
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাত মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে দেহ পুঁতে দিলেন ১৯ বছরের তরুণ! সম্প্রতি হরিয়ানার সোনিপতে ঘটনাটি ঘটেছে। মৃতার প্রেমিক-সহ তিন তরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধদমন শাখা) সতীশ কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ধৃতদের নাম সেলিম, সোহিত এবং পঙ্কজ। সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত তরুণীর। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন। এর পরেই দুই বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকাকে খুনের ছক কষেন তরুণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত অক্টোবর মাসে। অক্টোবরের ২১ তারিখ নাঙ্গলোই এলাকায় নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যান ১৯ বছরের এক তরুণী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনায় ২৪ অক্টোবর মামলা দায়ের করে তরুণীর পরিবার। তদন্তে নেমে প্রথমেই সেলিম এবং পঙ্কজকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরার মুখে জানা যায়, পালিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ‘প্রেমিক’-সহ তিন বন্ধু মিলে ছক কষে তরুণীকে অপহরণ করেছিলেন। তাঁরাই শ্বাসরোধ করে খুন করেন ওই তরুণীকে। খুনের পর দেহটি রোহতকের মাদিনা গ্রামে নিয়ে গিয়ে পুঁতে দেন তাঁরা।

Advertisement

কিন্তু অনেক খুঁজেও এত দিন সেলিম ও পঙ্কজের সহযোগী সোহিতের নাগাল পাননি তদন্তকারীরা। এ বার খুনের ঘটনায় সেই তৃতীয় অভিযুক্তকেই ধরল পুলিশ। শুক্রবার রাতে সোনিপত থেকে গ্রেফতার করা হয়েছে সোহিতকে। জেরায় তিন অভিযুক্তই অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের পাশাপাশি একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement