—ফাইল চিত্র।
অযোধ্যায় রামমন্দির কেমন হবে, তিন দশক আগে নকশা করে রেখেছিল বিশ্ব হিন্দু পরিষদ। তাতে কিছু বদল আনা হতে পারে বলে জানাল রামমন্দির ট্রাস্ট। মন্দিরের উচ্চতা ১২৫ ফুট থেকে বাড়িয়ে ১৬০ ফুট করার প্রস্তাব দিয়েছে তারা। মন্দিরে অতিরিক্ত চতুর্থ তলা নির্মাণের কথাও বলা রয়েছে নতুন নকশায়। এ দিকে, তাদের জন্য ঠিক করে দেওয়া সরকারি জমি কখন, কী ভাবে ব্যবহার করা হবে, সোমবারের বৈঠকে তা ঠিক হবে বলে জানিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। রামমন্দির ট্রাস্ট জানিয়েছে, ছ’মাসের মধ্যেই শুরু হবে মন্দির তৈরির কাজ।