Arvind Kejriwal

আপ সরকারের প্রকল্প নিয়ে তদন্তের নির্দেশ

ঘটনাচক্রে দিল্লি কংগ্রেসের প্রধান সন্দীপ দীক্ষিতের করা এই সংক্রান্ত অভিযোগের পরেই সক্রিয় হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:১৬
Share:

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

অভিযোগ করেছে কংগ্রেস আর তার পরেই সক্রিয় হয়ে আসরে নেমে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন দিল্লির উপরাজ্যপাল! মুখ্যসচিব এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশের কমিশনারকে লেখা চিঠিতে তিনি যে বিষয়গুলি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সেগুলির মধ্যে যেমন অরবিন্দ কেজরীওয়ালের মহিলাদের দেওয়া টাকা বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে, তেমনই কংগ্রেস প্রার্থীদের বাড়ির সামনে পঞ্জাব পুলিশর গোয়েন্দাদের উপস্থিতি এবং নগদ অর্থের হাতবদলের অভিযোগও রয়েছে। ঘটনাচক্রে দিল্লি কংগ্রেসের প্রধান সন্দীপ দীক্ষিতের করা এই সংক্রান্ত অভিযোগের পরেই সক্রিয় হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। যার পরে একদিকে যেমন কংগ্রেসের সঙ্গে আপ-এর বিরোধ আরও বেড়ে ‘ইন্ডিয়া’ জোটে ফাটল বাড়ল, তেমনই উপরাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে সরব হল আপ। তাদের অভিযোগ, আপ সরকারের দেওয়া সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিকে বন্ধ করতেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছে কংগ্রেস!

Advertisement

আগামী বছরের গোড়ায় দিল্লির বিধানসভা ভোট। ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক আপ আগেই জানিয়েছিল, লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তারা জোট করলেও দিল্লি বিধানসভা ভোটে কোনও জোট হবে না। লোকসভা ভোটের পরে হরিয়ানা, মহারাষ্ট্র ভোটে কংগ্রেসের বিপর্যয়ের পরে এমনিতেই জাতীয় রাজনীতিতে ক্রমশ একা হয়ে পড়ছে কংগ্রেস। তার উপর কেজরীর ওই ঘোষণার পরে পাল্টা আপ-কে চাপে ফেলতে সক্রিয় হল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে আপ সরকারও পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে এক হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছে, দিল্লিতে ক্ষমতায় ফিরলে তারা টাকার অঙ্ক বাড়িয়ে মাসে ২১০০ করবে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা দিল্লি কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত সম্প্রতি অভিযোগ করেন, এই প্রকল্পের জন্য অবৈধ ভাবে উপভোক্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে আপ। এ জন্য আপ-শাসিত আর এক রাজ্য পঞ্জাব থেকে গোয়েন্দা আধিকারিকদের দিল্লিতে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন সন্দীপ। পাশাপাশি নির্বাচনকে প্রভাবিত করার জন্য পঞ্জাব থেকে দিল্লিতে নগদ অর্থও আনা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ঘটনাচক্রে এক সময় শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছিল আম আদমি পার্টি। তখন থেকেই কংগ্রেসের অন্দরে কট্টর আপ-বিরোধী নেতা হিসেবে পরিচিত সন্দীপ। এ বার বিধানসভা ভোটে কেজরীওয়ালের বিরুদ্ধে লড়বেন বলেও ঘোষণা করেছেন সন্দীপ।

বিধানসভা ভোটের আগে তোলা সন্দীপের এই অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। তারাও বিষয়টি নিয়ে সরব হয় এবং তাৎপর্যপূর্ণ ভাবে তার পরেই শনিবার উপরাজ্যপাল ভি কে সাক্সেনা দিল্লির আপ সরকারের সামাজিক প্রকল্পগুলি নিয়ে তদন্তের নির্দেশ দেন। এ জন্য দিল্লির মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশও দেন। তার পরেই কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ শানান কেজরীওয়াল। তিনি বলেন, “সরাসরি লড়াই করার সাহস বিজেপির নেই। তাই তারা সন্দীপ দীক্ষিতের অভিযোগকে সামনে রেখে চক্রান্ত করছে। ওরা আম আদমি পার্টির সমাজকল্যাণমূলক এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নের প্রকল্পগুলি বন্ধ করে দিতে চাইছে। কংগ্রেস-বিজেপি একসঙ্গে আপকে আটকানোর চেষ্টা করছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement