অসুস্থের চিকিৎসায় তেলেঙ্গনার রাজ্যপাল। টুইটার থেকে নেওয়া।
চলন্ত বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়া যাত্রীর জরুরি চিকিৎসা করে প্রাণ বাঁচালেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দারারাজন। শনিবার সকালে তিনি বারাণসী থেকে দিল্লি হয়ে হায়দরাবাদ ফিরছিলেন।
রাজনীতিতে প্রবেশ করার আগে পেশায় চিকিৎসক তামিলিসাই শনিবার সকালে বিমানে হায়দরাবাদ ফিরছিলেন। বিমান তখন মাঝ আকাশে, আচমকাই ঘোষণা হয়, ‘এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যাত্রীদের মধ্যে কেউ চিকিৎসক থাকলে এগিয়ে আসুন।’ তা শুনেই দ্রুত আসন ছেড়ে উঠে পড়েন তামিলিসাই। ছুটে যান অসুস্থ যাত্রীর কাছে। সময় নষ্ট না করে দ্রুত কিছু ওষুধ দেন তিনি। তাতেই খানিকটা সুস্থ বোধ করেন ওই যাত্রী। বিমান অবতরণের পর হুইল চেয়ারে বসিয়ে ওই যাত্রীকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
তেলঙ্গানার রাজ্যপাল কিছু দিন আগেই বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেও তাঁর ব্যবহারে মুগ্ধ বানভাসিরা। তিনি নিজে পায়ে হেঁটে এলাকা ঘুরে ঘুরে সবার সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গেই ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। খাদ্যসামগ্রীও দান করেন তিনি।