অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের রূপায়ণ নিয়ে দিল্লির আপ সরকারকে দেওয়া দিল্লি হাই কোর্টের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দিল্লি হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আপ সরকার।
দিল্লির আপ সরকারের বিরুদ্ধে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু না-করার অভিযোগ তুলেছিল বিজেপি। আপের বাধায় দিল্লির নাগরিকেরা সুলভে স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়। পাল্টা আপ দাবি করে, তারা দিল্লিবাসীকে এমনিতেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয়।
বিতর্কের জল গড়ায় হাই কোর্টে। সম্প্রতি দিল্লি হাই কোর্ট আপকে নির্দেশ দেয় যে, দিল্লিতে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প রূপায়ণের জন্য ৫ জানুয়ারির মধ্যে কেন্দ্রের সঙ্গে সমঝোতাপত্র বা মউ-এ স্বাক্ষর করতে হবে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় আপাতত এই বাধ্যবধকতা রইল না আপ সরকারের। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতেও থাকল কেজরীর দল।