Drinking Water Supply

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার সকাল থেকে ২১ ঘণ্টা বন্ধ পানীয় জল! হবে পাইপ মেরামতির কাজ

পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ২১ ঘণ্টার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪
Share:

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার থেকে ২১ ঘণ্টা বন্ধ পানীয় জল! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ২১ ঘণ্টার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে। ফলে ওই সময়ের জন্য পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাবেন না গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ।

Advertisement

কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৮,৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে এবং ১২ নম্বর বরোয় আংশিক ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পানীয় জল পরিষেবা বন্ধ রেখে পাইপলাইন মেরামতি এবং ভাল্‌ভ সারাইয়ের কাজ চলবে।

গত বছর ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন। যার ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এ বার অবশ্য শহরে সীমিত অংশেই পানীয় জল পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement