Prashant Kishor

ছট তো মিটে গিয়েছে, এখন কেন উপনির্বাচন পিছোনোর আর্জি? পিকের দলের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

ছট পুজো মিটে যাওয়ার পর কেন সেই যুক্তিতে বিহারের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে? জন সুরাজ দলকে তা নিয়ে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। সোমবার ওই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৩৩
Share:

জন সুরাজ দলের নেতা প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

বিহারে বিধানসভা উপনির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য জন সুরাজ দলের আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ছট পুজোর কারণ দেখিয়ে উপনির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল প্রশান্ত কিশোরের দল। তবে সেই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করছে না আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চের পর্যবেক্ষণ, ছট পুজো মিটে গিয়েছে। তাই এই বিষয়ে আদালত আর হস্তক্ষেপ করবে না।

Advertisement

আগামী বুধবার (১৩ নভেম্বর) বিহারে চারটি বিধানসভা কেন্দ্র— তারারি, রামগড়, বেলাগঞ্জ এবং ইমামগঞ্জে উপনির্বাচন রয়েছে। ওই তারিখে কোনও বদল করার পক্ষে মত দেয়নি শীর্ষ আদালত। ছটপুজো মিটে যাওয়ার পরেও কেন এই আবেদন, সেই প্রশ্নও করে সুপ্রিম কোর্ট। তাতে জন সুরাজ দলের হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “মানছি ছট পুজো মিটে গিয়েছে। কিন্তু ছট পুজোর গুরুত্বকে অস্বীকার করা যায় না। এর জন্য অন্য রাজ্যে ভোটের দিন বদল হয়েছে।”

বিহারের পাশাপাশি ওই একই দিনে পশ্চিমবঙ্গেও বিধানসভা উপনির্বাচন রয়েছে। বুধবার উপনির্বাচন হওয়ার কথা ছিল উত্তরপ্রদেশেও। তবে উত্তরপ্রদেশের একাধিক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে উৎসবের কথা বলে দিন বদলের অনুরোধ জানিয়েছিল। তাতে সম্মতিও দিয়েছিল কমিশন। ১৩ নভেম্বরের বদলে উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে ২০ নভেম্বর।

Advertisement

তবে অন্য রাজ্যে দিন বদল হয়েছে বলে বিহারেও দিন বদল করতে হবে, এই যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করেনি আদালত। সুপ্রিম কোর্টের মতে উপনির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আদালতের আর হস্তক্ষেপ করা উচিত নয়। বিচারপতি কান্ত আরও জানিয়েছেন, বিহারের ক্ষেত্রে কেবলমাত্র একটি রাজনৈতিক দলই ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement