Siddaramaiah

মন্ত্রিত্ব নিয়ে ক্ষোভ কর্নাটক কংগ্রেসে! মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়ির সামনে ধর্না

কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। গত শনিবার (২০ মে) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ ১০ মন্ত্রী শপথ নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:৪১
Share:

মন্ত্রিত্ব পাওয়া নিয়ে কর্নাটক কংগ্রেসের অন্দরে টানাপড়েন ক্রমশ বাড়ছে। ফাইল চিত্র।

মাত্র চার দিন আগে শপথ নিয়েছে নয়া মন্ত্রিসভা। তারই মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল কর্নাটক কংগ্রেসের অন্দরে। আর সেই ক্ষোভের আঁচ এসে পড়ল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়ির সামনেও।

Advertisement

চিত্রদুর্গ জেলার হিরিয়ুর কেন্দ্রের প্রভাবশালী কংগ্রেস বিধায়ক নয়া মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় তাঁর অনুগামীরা বুধবার সিদ্দারামাইয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। প্রাক্তন মন্ত্রী সুধাকরকে নয়া মন্ত্রিসভায় নেওয়ার দাবি জানানো হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা নতুন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছেও একই দাবি জানানো হবে বলে সুধাকরের অনুগামীরা জানিয়েছেন।

কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। গত শনিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার-সহ ১০ জন মন্ত্রী শপথ নিয়েছেন। অর্থাৎ আরও ২৪ জন মন্ত্রী এখনও শপথ নিতে পারেন। আর তা নিয়েই নতুন করে ‘তৎপরতা’ শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement