Mysterious death

পরীক্ষায় বসতে না দেওয়ায় হতাশা, বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করল কিশোরী

একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়ত ওই কিশোরী। পরিবারের অভিযোগ, পরীক্ষায় বসতে না দেওয়ার কারণেই নিজেকে শেষ করেছে ওই কিশোরী। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ০৯:৪৭
Share:

কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

স্কুলের ফি না মেটানোয় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এক নবম শ্রেণির ছাত্রীকে। এর জেরে আত্মহত্যা করল ১৪ বছরের ওই কিশোরী। এমনই অভিযোগ করেছে কিশোরীর পরিবার। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলি এলাকার। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। তার বাবা অশোক কুমার বলেছেন, ‘‘একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণিতে পড়ত আমার কন্যা। অর্থাভাবে ওর স্কুলে ফি জমা দিতে পারিনি।’’ তিনি আরও জানিয়েছেন, ফি জমা দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে কিছু সময় চেয়েছিলেন। তবুও শুক্রবার ওই কিশোরীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ।

Advertisement

অশোকের দাবি, পরীক্ষায় না বসতে পারার কারণে ভেঙে পড়েছিল তাঁর কন্যা। সেই কারণেই বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে সে। এই ঘটনায় পুলিশ সুপার রাহুল ভাটি জানিয়েছেন, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও স্কুল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement