স্কুলে দোলনা থেকে পড়ে মৃত্যু বালকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্কুলের দোলনা থেকে পড়ে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র। সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। এই ঘটনায় বালকের পরিবার স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে। গাফিলতির অভিযোগ করেছে তারা। ওড়িশার জয়পুর জেলার ঘটনা।
মৃতের নাম সৌম্যরঞ্জন সাহু। তার বয়স ১০ বছর। বাগপতিয়া উচ্চপ্রাথমিক স্কুলে পড়ত সে। শনিবার স্কুলে গিয়ে দোলনায় চেপেছিল সে। সেখান থেকে পড়ে গিয়ে চোট পায়। সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যান শিক্ষকেরা। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
স্থানীয় সূত্রের খবর, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৭২। প্রধান শিক্ষক-সহ পাঁচ জন শিক্ষক রয়েছেন। সৌম্যরঞ্জনের পরিবার শিক্ষকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। দানাগড়ি ব্লকের শিক্ষা আধিকারিক শুভ্রাংশু পুহান জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কোনও ভাবেই এই ক্ষতির পূরণ হয় না। তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না হয়, সেজন্য স্কুল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।