Head Constable Shoots Self

এসপির বাড়ির সামনে সার্ভিস বন্দুক থেকে নিজেকে গুলি কনস্টেবলের, শেয়ারবাজারে ক্ষতির জের!

এসপি পোদ্দার জানিয়েছে, তাঁর বাড়িতে প্রবেশের ফটকে যে রেজিস্ট্রার খাতা রাখা রয়েছে, সেখান থেকে একটি নোট উদ্ধার হয়েছে। সেই নোটে বিশাল লিখেছেন, শেয়ার বাজারে তাঁর প্রচুর আর্থিক লোকসান হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪
Share:

নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা হেড কনস্টেবলের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাগপুরে পুলিশ সুপারের বাড়ির সামনে পাহারায় নিযুক্ত ছিলেন হেড কনস্টেবল। সেখানেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেয়ার বাজারে বিপুল অঙ্কের টাকা লোকসান হয়েছে তাঁর। সে কারণেই চরম এই পদক্ষেপ করেছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ওই হেড কনস্টেবলের নাম বিশাল তুমসারে। তাঁর বয়স ৫০ বছর। ২০২৩ সাল থেকে ঠানে গ্রামীণ পুলিশে নিযুক্ত রয়েছেন তিনি। তার আগে স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সে ছিলেন। নাগপুরে হিঙ্গনা থানার অধীনে বৃ্ন্দাবন এলাকায় পুলিশ সুপারের বাড়ির বাইরে পাহারায় ছিলেন তিনি। সেখানেই শনিবার ভোর ৬টা নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করেন নিজেকে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ সুপার হর্ষ পোদ্দার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এসপি পোদ্দার জানিয়েছে, তাঁর বাড়িতে প্রবেশের ফটকে যে রেজিস্ট্রার খাতা রাখা রয়েছে, সেখান থেকে একটি নোট উদ্ধার হয়েছে। সেই নোটে বিশাল লিখেছেন, শেয়ার বাজারে তাঁর প্রচুর আর্থিক লোকসান হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement