বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে গ্রেফতার দুই। —ফাইল চিত্র।
আবার ‘আক্রান্ত’ বন্দে ভারত এক্সপ্রেস! এ বার বিহারের গয়ায় বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। পাথরের আঘাতে ভেঙেছে কাচ। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে রেলপুলিশ (আরপিএফ)। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তই জেলখাটা আসামি। জামিনে মুক্তি পেয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃত দুই যুবকই মানপুরের বাসিন্দা। জেরার মুখে মণীশ কুমার এবং বিকাশ কুমার নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। শুধু বন্দে ভারত নয়, আরও অনেক ট্রেন লক্ষ্য করে তাঁরা পাথর ছুড়েছেন বলেও স্বীকার করেছেন।
এক ট্রেনযাত্রীর সমাজমাধ্যম পোস্ট থেকে বিষয়টি জানাজানি হয়। তিনি পোস্টে উল্লেখ করেন, পটনা-টাটা বন্দে ভারত এক্সপ্রেস এবং গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাথর ছোড়ে। এতে ট্রেনের কাচ ভেঙেছে। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে রেলপুলিশ। পুলিশের বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তার পর ফাঁদ পেতে দুই অভিযুক্তকে ধরে তারা।
বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা নতুন নয়। উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে রেল বার বার সতর্ক করেছে। হয়েছে ধরপাকড়ও। তবে, এই ধরনের ঘটনা থামেনি। যাঁরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়েন, তাঁদের চিহ্নিত করতে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে রেলবোর্ডের তরফে।