Kota Suicide

ফের ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু রাজস্থানের কোটায়! হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম বিবেক কুমার (১৬)। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। মধ্যপ্রদেশের বাসিন্দা বিবেক কোটার রাজীব গান্ধী নগরে হস্টেলে থাকত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:২৯
Share:

হস্টেলের সামনে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। প্রতীকী ছবি।

রাজস্থানের কোটায় আবারও ছাত্রের মৃত্যু। শুক্রবার সন্ধ্যায় হস্টেলের নীচে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ওই পড়ুয়া হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম বিবেক কুমার। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। মধ্যপ্রদেশের বাসিন্দা বিবেক কোটার রাজীব গান্ধী নগরে হস্টেলে থাকত। সেই হস্টেলের বাইরেই তার দেহ উদ্ধার হয়। কোটা অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সৈনি জানিয়েছেন, কয়েক মাস আগেই মধ্যপ্রদেশে থেকে কোটায় ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল ওই ছাত্র।

তিনি আরও জানিয়েছেন, হস্টেলের সাত তলায় থাকত সে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। তবে কেন সে আত্মহত্যা করল তার কারণ স্পষ্ট নয়। বিবেকের সহপাঠী এবং হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার দিন বিবেকের মধ্যে কোনও রকম অস্বাভাবিকতা লক্ষ করা গিয়েছিল কি না তা হস্টেলের অন্য পড়ুয়াদের সঙ্গে এবং তার সহপাঠীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। মানসিক অবসাদে ভুগছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিবেকের মৃত্যুর সঙ্গে কোটায় এ বছরে এখনও পর্যন্ত পড়ুয়াদের আত্মঘাতীর সংখ্যা বেড়ে হল ১৮। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ২৯।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement