Pick-up van overturned

বেপরোয়া গতির পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৮ মহিলা-সহ ১৪ জনের, মধ্যপ্রদেশে আহত আরও ২১ জন

রাত দেড়টা নাগাদ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১৪ জনের। বেশ কয়েক জন আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৪
Share:

মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু বহু মানুষের। — ছবি: সংগৃহীত।

বেপরোয়া গতির পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে ৮ জন মহিলা। দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দিন্দোরিতে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ দিন্দোরির বাদঝাড় ঘাটের কাছে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো যায়। আহতদের শাহপুরা জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন দিন্দোরির কালেক্টর বিকাশ মিশ্র। স্থানীয় সূত্রের খবর, সাধভক্ষণের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন পিকআপ ভ্যানের আরোহীরা। বাড়ি ফেরার পথেই ঘটে যায় দুর্ঘটনা।

দুর্ঘটনার পর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেছে। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই তিনি স্টিয়ারিংয়ের উপর নিয়ন্ত্রণ হারান। গাড়ির গতিবেগও অত্যন্ত বেশি ছিল। গোটা ঘটনাই বিশদে তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement