Mizoram

পাথর খাদানে ধস মিজোরামে, কমপক্ষে ১৫ জন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা

সংবাদ সংস্থা সূত্রে খবর, মিজোরামের হাঁথিয়াল গ্রামে একটি পাথর খাদানে ধস নেমেছে। ওই সময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৯:০৯
Share:

ধ্বংসস্তূপে আটকে পড়েছেন অনেকে। ছবি টুইটার।

পাথর খাদানে ধস নেমে দুর্ঘটনা। সোমবার সন্ধ্যায় মিজোরামে পাথর খাদান ধসে চাপা পড়েছেন বেশ কয়েক জন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, মিজোরামের হাঁথিয়াল গ্রামে একটি পাথর খাদানে ধস নেমেছে। ওই সময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। কমপক্ষে ১৫ জন শ্রমিক ধসে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

উদ্ধারকাজের জন্য দুর্ঘটনাস্থলে ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ, অসম রাইফেলসকেও। গত আড়াই বছর ধরে ওই খাদানটিতে কাজ চলছিল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই শ্রমিকরা বিহারের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement