চাকরি থেকে ছাঁটাই করায় অফিসে চুরি! প্রাক্তন বসকে খুনের ছক! ধৃত অভিযুক্ত

ধৃত ব্যক্তির কাছ থেকে ২টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাক্তন বসকে খুন করতেই ওই পিস্তল অভিযুক্ত রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৮:২৪
Share:

ধৃতের কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রতীকী ছবি।

চাকরি থেকে বরখাস্ত করার প্রতিশোধ নিতে অফিসে গিয়ে বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। প্রাক্তন বসকে খুনের ছকও কষেন বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের করিমনগরে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বি তিরুপতি নামে ওই ব্যক্তি একটি গ্যাস এজেন্সিতে কাজ করতেন। কিন্তু চাকরিতে অনিয়মত হওয়ার কারণে তাঁকে ছাঁটাই করে দেওয়া হয়। এর বদলা নিতে এক বন্ধুর সাহায্যে ওই গ্যাস এজেন্সি থেকে ২৮১টি গ্যাস সিলিন্ডার চুরি করেন বলে অভিযোগ তিরুপতির বিরুদ্ধে।

Advertisement

চুরির ঘটনার তদন্তে নেমে সম্প্রতি ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে দুটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। জেরা করে পুলিশ জানতে পারে যে, প্রাক্তন বসকে খুনের ছক কষেছিলেন ওই ব্যক্তি। সে কারণেই নিজের কাছে পিস্তল রেখেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement