Maoists Killed in Encounter

তেলঙ্গানার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক শীর্ষ নেতা-সহ সাত মাওবাদী

গত বৃহস্পতিবার তেলঙ্গানার মুলুগু জেলায় দু’জনকে খুনের অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। নিহতেরা জনজাতি সম্প্রদায়ের। তাঁদের মধ্যে এক জন পেরুরু গ্রাম পঞ্চায়েতের সচিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০
Share:

তেলঙ্গানায় গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাত জন মাওবাদী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

তেলঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সাত মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের এক শীর্ষ নেতা। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৫টা নাগাদ চালপাকা জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে মাওবাদী দমনকারী গ্রেহাউন্ড বাহিনী। জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে আত্মসমর্পণ করতে বলে তারা। তখন তাদের লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলি ছোড়ে বাহিনী। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাত জন মাওবাদী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ভাদ্রু ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্না। তিনি সিপিআই (মাওবাদী) দলের তেলঙ্গানা রাজ্য কমিটির সদস্য ছিলেন। ৩৫ বছরের ভাদ্রু দলের ইয়াল্লান্দু-নারসামপেট এলাকা কমিটির কমান্ডারও ছিলেন। নিহত বাকি ছয় মাওবাদী হলেন এগোলাপু মাল্লাইয়া (৪৩), মুস্সাকি দেবল (২২), মুস্সাকি যমুনা (২৩), জয় সিংহ (২৫), কিশোর (২২), কামেশ (২৩)। ঘটনাস্থল থেকে একে-৪৭, জি৩, ইনসাস রাইফেল-সহ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার তেলঙ্গানার মুলুগু জেলায় দু’জনকে খুনের অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। নিহতেরা জনজাতি সম্প্রদায়ের। তাঁদের মধ্যে এক জন পেরুরু গ্রাম পঞ্চায়েতের সচিব। মাওবাদীদের তরফে দাবি করা হয়, ওই দু’জন পুলিশিকে তথ্য পাচার করতেন। প্রতিবাদে শুক্রবার মিছিল করেন স্থানীয় জনজাতিরা। মাওবাদীদের শাস্তি এবং নিহতদের পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার দাবি তোলেন তাঁরা। এর পরেই ওই এলাকায় সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। রবিবার গ্রেহাউন্ড বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন সাত মাওবাদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement