Christmas Release 2024

‘খাদান’-এ সৃজনশীল পরিচালক, নতুন বছরে ‘রঘু ডাকাত’ দিয়ে পরিচালনায় আসছেন দেব?

ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভারম্ভ থেকে সহ-অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দেওয়া, প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার আগে আলোচনা— কিচ্ছু বাদ দেননি সৃজনশীল পরিচালক দেব।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১
Share:

‘খাদান’ ছবির সৃজনশীল পরিচালক দেব। ছবি: ফেসবুক।

সৃজনশীল পরিচালক (ক্রিয়েটিভ ডিরেক্টর) হিসাবে তিনি একশোয় একশো, মত সহকর্মীদের। ২০২৪-এর বড়দিন তাই তাঁর জীবনে যেন আরও বড়। যিশু খ্রিস্টের জন্মদিন আর তাঁর জন্মের তারিখ একই। এমন দিনে তাঁকে নতুন রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা। ‘খাদান’ ছবি দিয়ে দেব অধিকারীর মুকুটে আরও একটি পালক। তিনি এ ছবির সৃজনশীল পরিচালক। দেবের প্রযোজনা সংস্থা বুধবার তাঁর সৃজনশীল পরিচালনার কিছু মুহূর্ত ভাগ করেছে। সেখানেই স্পষ্ট, এই ভূমিকাতেও তিনি সাবলীল।

Advertisement

তখনও তিনি এই ভূমিকায় আসেননি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সামলাচ্ছেন। টলিউড সাক্ষী, দেব প্রয়োজনে সেটে ট্রলি ঠেলেছেন। চেয়ার বয়ে দিয়েছেন। সৃজনশীল পরিচালকের দায়িত্ব কাঁধে তোলার পরে তিনি যেন আরও পরিশ্রমী। আনন্দবাজার অনলাইনের কাছে সে কথা বলেছেন ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। তাঁর কথায়, “প্রথম দিন থেকে দেব ছবির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ছবির খুঁটিনাটি থেকে নিজের অভিনয়, প্রযোজনা— অদ্ভুত দক্ষতায় সামলেছেন।” রিনো যে অত্যুক্তি করেননি, তা স্পষ্ট ভিডিয়োয়। শুটিংয়ের জায়গার ছবি তোলা থেকে শুরু। ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভারম্ভ হয়ে সহ-অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দেওয়া, প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার আগে আলোচনা— কিচ্ছু বাদ দেননি দেব।

সুজিত তা হলে কী করলেন? “সবটাই আমি করেছি। দেব আমার কাঁধে কাঁধ মিলিয়েছেন। পাশে ছিলেন, এটাই মস্ত ভরসা। কোনও ব্যাপারে অকারণে নাক গলাননি। এটা ওঁর মস্ত গুণ।” সেই জায়গা থেকে ছবিমুক্তির দিন পর্যন্ত দুশ্চিন্তায় রাত জেগেছেন সুজিত। এখন কিছুটা হলেও নিশ্চিন্ত। পাশাপাশি আক্ষেপ, “জানেন, বহু প্রেক্ষাগৃহে সিঁড়িতে বসে দর্শক ছবি দেখছেন। এ দিকে শো-এর সংখ্যা কম। খুব খারাপ লাগছে।” এ দিকে যে শোনা যাচ্ছে, ‘খাদান’-এর তরফে সমস্ত প্রেক্ষাগৃহে দুটো করে শো দেওয়ার কথা বলা হয়েছে, যার জেরে অন্য বাংলা ছবির শো-এর সংখ্যা নাকি কমে গিয়েছে। প্রতিবাদী পরিচালকের দাবি, “যে পরিমাণ শো পাওয়া উচিত, আমরা কিন্তু এখনও পাইনি। শুরুতেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল।” একটু থেমে আরও যোগ করলেন, “যদি আমরা চেয়েই থাকি তা হলেও অন্যায় করিনি। ছবির ফলাফল অন্তত তেমনই বলছে।”

Advertisement

সে সব ভুলে টিম ‘খাদান’ বড়দিন এবং দেবের জন্মদিনের উদ্‌যাপনে মাতোয়ারা। সহযোগী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের অফিসের নীচে এ দিন কেক কাটেন দেব। সৃজনশীল পরিচালক হিসাবে তাঁর প্রথম ছবিই সফল। এ বার কি সরাসরি পরিচালকের ভূমিকায়? ‘রঘু ডাকাত’ কি তিনিই পরিচালনা করবেন? প্রশ্ন শুনেই চুপ পরিচালক। জানালেন, এর উত্তর সময়ের উপরেই ছেড়ে দেওয়া ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement