হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ বছরের মোহিত চৌধরির। ছবি: সংগৃহীত।
আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। স্কুলের প্রতিযোগিতার জন্য দৌড় অভ্যাস করছিল সে। দৌড়তে দৌড়তে আচমকা পড়ে যায়। চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আচমকা এই মৃত্যুতে কিশোরের পরিবারে নেমেছে শোকের ছায়া।
উত্তরপ্রদেশের আলিগড় জেলার সিরাউলি গ্রামের ঘটনা। মোহিত চৌধরি নামের ওই কিশোর খেলাধুলো করতে ভালবাসত। স্কুলের প্রতিযোগিতায় নামও দিয়েছিল। দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়ে পুরস্কার আনতে চেয়েছিল সে। বাড়িতে তারই অভ্যাস চলছিল। গ্রামের রাস্তায় দৌড়ে নিজেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিল কিশোর। আচমকা সেখানেই বিপদ।
পুলিশ জানিয়েছে, গ্রামের রাস্তায় মোহিতের সঙ্গে তার কয়েক জন বন্ধুও দৌড়চ্ছিল। তাদের স্কুলে খেলাধুলোর প্রতিযোগিতার দিন নির্ধারিত হয়েছিল ৭ ডিসেম্বর। কিশোরের বন্ধুরা জানিয়েছে, শুক্রবার তারা সবে দৌড় শুরু করেছিল। মাত্র দুই রাউন্ড দৌড়েছিল সকলে। তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মোহিত। বন্ধুরা ছুটে গিয়ে তার বাড়িতে খবর দিয়েছিল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কিশোরের বাড়িতে শুধু তার মা রয়েছেন। তার বাবা গত অগস্টে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। চার মাসের মাথায় মৃত্যু হল পুত্রেরও। সম্প্রতি কমবয়সিদের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা। গত সেপ্টেম্বর মাসে লখনউয়ের একটি স্কুলে খেলতে খেলতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯ বছরের শিশুর।