Shraddha Kapoor

বরুণের প্রেমে শ্রদ্ধা! প্রেম প্রস্তাব ফিরিয়ে কেন অনুশোচনায় অভিনেতা?

“সেই দিন ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। ওর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য সে দিন অনুশোচনা হয়েছিল”, বললেন বরুণ ধওয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০
Share:
Varun Dhawan regrets rejecting Shraddha Kapoor’s proposal at school dgtl

কেন শ্রদ্ধার প্রেম ফিরিয়েছিলেন বরুণ? ছবি: সংগৃহীত।

বর্তমানে তাঁরা বলিউডের সফল তারকা। পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাঁদের সম্পর্কে ছিল অন্য সমীকরণ। শৈশব থেকেই বন্ধু শ্রদ্ধা কপূর ও বরুণ ধওয়ান। মাত্র আট বছর বয়সে বরুণকে ভাল লেগে যায় শ্রদ্ধার। মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন অভিনেতা।

Advertisement

শ্রদ্ধার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা উঠে আসে বরুণের কথায়। অভিনেতা বলেন, “শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল। ও একটা ফ্রক পরেছিল, মনে আছে। ওই জন্মদিনের অনুষ্ঠানেই চারটে ছেলে ছিল। তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। জন্মদিনের অনুষ্ঠান। তাই আমরা সবাই ‘জাম্পিং ব্যাগ’-এ খেলছিলাম। হঠাৎ ওই চার জন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হল না?’” এই প্রশ্নের উত্তরে খুদে বরুণ বলেছিলেন, তাঁর নাচের প্রতিযোগিতাতেই কেবল আগ্রহ রয়েছে।

এই শুনে সেই চার বালক চেপে ধরে বরুণকে। শ্রদ্ধার জন্য তাঁরা বরুণের উপর প্রায় চড়াও হয়। বরুণের কাছে তাদের দাবি, “শ্রদ্ধাকেও তোমাকে ভালবাসতেই হবে।” বরুণ সেই স্মৃতিচারণ করে বলেছেন, “আমি কিন্তু মজা করছি না। এই ছেলেগুলো আমার উপর চড়াও হয়। আমাকে মারধরও করে। আমি প্রেমের প্রস্তাব গ্রহণ করিনি বলে শ্রদ্ধাই ওদের সাহায্যে আমাকে ধোলাই দিয়েছিল। আমিও ওদের পাল্টা মেরেছিলাম যদিও। খুবই নাটকীয় মুহূর্ত ছিল। তার পরে নাচের প্রতিযোগিতায় যোগ দিতে যাই। আমি প্রথম হয়েছিলাম আর শ্রদ্ধা তৃতীয়।”

Advertisement

কৈশোরে একটি মজার ঘটনা বলেন বরুণ। অভিনেতার কথায়, “কিশোরী বয়সে শ্রদ্ধা খুব সুন্দরী হয়ে ওঠে। আমরা আলাদা স্কুলে পড়তাম। ওর স্কুলে ডান্ডিয়া নৃত্যের প্রতিযোগিতা ছিল। আমি যোগ দিয়েছিলাম। আমি ভুল করে এক জনকে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছিলাম। তার পরে নিজেই ভয়ে লুকিয়ে পড়ি। দেখতে পাই, একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই মেয়েটাই ছিল শ্রদ্ধা কপূর। সেই দিন ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। ওর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য সে দিন অনুশোচনা হয়েছিল। তার পর আমাদের বন্ধুত্ব হয়ে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement