Rupee

rupee against dollar: ফের পড়ল টাকার দাম, নজির গড়ে ডলার প্রতি টাকার মূল্য আরও কমে ৮০.০৬

অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দর টাকার দামে পতন ঘটাচ্ছে ক্রমাগত। মূলধনী বাজার থেকে বিদেশি নিবেশকারীদের চলে যাওয়াও অন্যতম কারণ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৮:২৪
Share:

প্রতীকী চিত্র।

আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ নিম্নমুখী। বৃহস্পতিবার তা নতুন নজির গড়ে ডলার প্রতি টাকার দাম সবচেয়ে কমল। দিনের এক সময় টাকার দাম কমে ডলার প্রতি দাঁড়ায় ৮০.০৬।

Advertisement

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দর টাকার দামে পতন ঘটাচ্ছে ক্রমাগত। মূলধনী বাজার থেকে বিদেশি নিবেশকারীদের চলে যাওয়াও অন্যতম কারণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। এই বছরে টাকার দামে পতন হয়েছে সাত শতাংশ। এই ক্রমাগত পতন রোধ করতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেশের সঞ্চিত বিদেশি মুদ্রার এক ষষ্ঠাংশ বিক্রি করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ পতনে কিছুটা হলেও রাশ টানতে সক্ষম হয়েছে।

বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলি এ দেশের শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ফলে টাকা আরও কিছুটা দুর্বল হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement